চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ‘বিএসএফের’ গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের লাশ পাওয়া গেছে, যাকে বিএসএফ গুলি করেছে বলে স্থানীয়দের ভাষ্য।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 12:53 PM
Updated : 17 August 2020, 01:14 PM

সোমবার ভোরে শিংনগর সীমান্তের এপারে তার লাশ পাওয়া যায় বলে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম জানান।

নিহত সুমন আলী (২২) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম জানান, সোমবার ভোর পৌনে ৬টার দিকে ছয়রশিয়া গ্রামের একটি রাস্তার উপর থেকে পুলিশ  তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“বিজিবি ও গ্রাম পুলিশ বিএসএফের গুলিতে সুমন নিহত হয়েছে বলে পুলিশকে জানিয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সুমন আলীসহ গ্রামের কয়েকজন রোববার সন্ধ্যার পর ভারতে গরু আনতে যাচ্ছিলেন। তারা সীমান্তের কাছে পৌঁছলে বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। সীমান্তের কাছে একটি বাগানের সামনে সুমন গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা  উদ্ধার করে নিয়ে আসার সময় সুমন পথে মারা যান। তখন তার সহযোগীরা লাশ ছয়রশিয়া গ্রামে ফেলে চলে যায়।  

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়া বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে শূন্যরেখা থেকে তিন কিলোমিটার বাংলাদেশের ভেতর একটি লাশ ছয়রশিয়া গ্রামে পাওয়া যায়।

“খোঁজ নিয়ে তার পরিচয় জানার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। সুমন বাড়ি থেকে বিকালে বেরিয়েছেন বলে তারা জানান।”

তিনি বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খুঁজে বের করার চেষ্টা চলছে। বৈঠকের জন্য বিএসএফকে খবর দেওয়া হয়েছে।