ধামরাইয়ে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকার ধামরাইয়ের এক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2020, 12:03 PM
Updated : 16 August 2020, 12:03 PM

রোববার দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। আগের রাতে ধামরাই সুয়াপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম (৪২) ধামরাইয়ের সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক।

ওই দুই ছাত্রীর পরিবার বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।

মামলায় অভিযোগ করা হয়, শরিফুল ইসলাম ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ওই দুই স্কুলছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়।

এরপর শনিবার রাতে ওই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে আসামি করে দুই ছাত্রীর পরিবার ধামরাই থানায় মামলা করে বলে ধামরাই থানার এসআই আবুল খায়ের জানান।

এসআই আবুল খায়ের মামলার বরাতে বলেন, শিক্ষক শরিফুল ছাত্রীদের কৌশলে একা ডেকে নিয়ে তাদের স্পর্শকাতর জায়গায় হাত দিতেন। বিভিন্ন অজুহাতে অশালীন কথা বলতেন।

“দুই ছাত্রীর পরিবার মামলা করার পরে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।”