পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালী শহরের ঋষি বাড়ী এলাকায় দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2020, 01:26 PM
Updated : 15 August 2020, 01:26 PM

শনিবার দুপুরে ফরেস্ট কলোনির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলো ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী দীপ্তি রানী ঋষি (১২) ও ৩য় শ্রেণির ছাত্রী বৃষ্টি রানী ঋষি (৯)। সম্পর্কে তারা মামাত-পিসাত বোন।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, পুকুরে গোসল করতে গিয়ে এই দুই শিশু মারা গেছে।

দীপ্তির মামা কালু চন্দ্র ঋষি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী রোববার আমার বাবার আদ্যশ্রাদ্ধের কাজ। তাই মোড়লগঞ্জ থেকে ভাগ্নি দীপ্তি তার মায়ের সঙ্গে পটুয়াখালী বেড়াতে আসে।”

দুপুর ১টার দিকে দীপ্তি, বৃষ্টি ও অভি ফরেস্ট কলোনির পুকুরে স্নান করতে যায় বলে জানান তিনি।

কালু বলেন, দীপ্তি ও বৃষ্টি পানিতে তলিয়ে গেলে অভি ডাক চিৎকার করলে মানুষ জড়ো হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বৃষ্টি পটুয়াখালী শহরের ৭ নম্বর ওয়ার্ডের ঋষি বাড়ী এলাকার নিখিল চন্দ্র ঋষির মেয়ে; আর দীপ্তি মোড়লগঞ্জ এলাকার রনজিত চন্দ্র ঋষির মেয়ে।