কোভিড-১৯: টাঙ্গাইলে উপসর্গ নিয়ে সাবেক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাবেক শিক্ষা কর্মকর্তা করোনাভাইরাসের উপসর্গ জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 05:34 AM
Updated : 14 August 2020, 05:34 AM

ঢাকার সভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত আড়াইটার দিকে তিনি মারা যান বলে তার ছেলে মো. এস এম রকিবউজ্জামান জানান।

মৃত তায়েজ উদ্দিন কালিহাতী ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

রকিবউজ্জামান বলেন, সম্প্রতি তার বাবার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট দেখা দেয়। গত ১২ অগাস্ট সকালে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করার পরদিন করোনাভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, তায়েজ উদ্দিনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাই রাসে আক্রান্ত ছিলেন কিনা।