কোভিড ১৯: পুলিশ পরিদর্শকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকনাটোর প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 04:22 AM
Updated : 14 August 2020, 01:40 PM

শুক্রবার ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যাওয়া পরিদর্শক মোহা. সুমন আলী নাটোরের বড়াইগ্রাম থানায় কর্মরত ছিলেন।

তাকে নিয়ে পুলিশের ৬৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ৪০ বছর বয়সী সুমনকে ঈদের আগে নাটোরে চিকিৎসা দেওয়া হয়। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ২ অগাস্ট তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে পরীক্ষার পর সুমনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু তার শ্বাসকষ্ট কোনোভাবেই কমানো যাচ্ছিল না; এরপর ৮ অগাস্ট সুমনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার ভোরে সুমন আলী মারা যান।

সুমন ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর এসআই হিসেবে পুলিশে যোগ দেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুরে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

পুলিশের ব্যবস্থাপনায় সুমনের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।