বগুড়ায় অবৈধ বালু উত্তোলনের যন্ত্র গুঁড়িয়ে দেওয়া হলো

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী ও যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দশটি যন্ত্র ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 06:17 PM
Updated : 12 August 2020, 06:17 PM

বুধবারের এই অভিযান চলাকালে ইউএনও সঞ্জয় কুমার মোহন্ত ২৩টি নৌকা জিম্মায় নিয়েছেন এবং উত্তোলন করা বালু জব্দ করেছেন।

সরেজমিনে স্থানীয়দের কাছে জানা যায়, ধুনট উপজেলায় বাঙ্গালী ও যমুনা নদী থেকে বছরের পর বছর একটি গোষ্ঠী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে ধুনটের রাধানগর ও বৈশাখী গ্রামের বিশাল অংশ যমুনা গর্ভে বিলীন হয়।

ইউএনও সঞ্জয় বলেন, রোববার থেকে বুধবার পর্যন্ত যমুনা ও বাঙ্গালী নদীতে অভিযান করা হয়। বাঙ্গালী নদী থেকে কয়েক বছর আগে থেকে বালু উত্তোলন করছিল এক শ্রেণির লোক।

“আমি যোগদানের পর বেশকিছু অভিযোগ পেয়ে অভিযান চালাই। বাঙ্গালী নদীতে অবৈধবালু উত্তোলনের কারণে ১০টি বালু উত্তোলন মেশিন ধংস ও বালু জব্দ করা হয়।”

ধুনটের নিমগাছি ইউনিয়নে বালু উত্তোলনের যন্ত্র ধ্বংস করা হয়

বালু উত্তোলনকারীদের মধ্যে ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতা ও জনপ্রতিনিধি রয়েছেন বলে ইউএনও জানান।

তিনি আরও জানান, যমুনার বালু উত্তোলনের সময় পাওয়া না গেলেও শহড়াবাড়ী ঘাটে ১৮টি নৌকা এবং পাঁচটি ড্রেজার পাওয়া গেছে। তাদের জরিমানা করে মুচলেকা নেওয়া হবে। জব্দকৃত বালু নিলামে দেওয়া হবে।

বালু উত্তোললনের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।