হবিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে এক বছরের দণ্ড

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানকে চেক ডিজঅনার মামলায় এক বছরের দণ্ডসহ ৮৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 02:01 PM
Updated : 12 August 2020, 02:01 PM
হবিগঞ্জের যুগ্ম জজ মো. শহিদুল আমিন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

এছাড়া জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাগারে রাখার আদেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল তালুকদার সদর উপজেরার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ওই ইউনিয়নের শরীফাবাদ গ্রামের আজদু মিয়ার ছেলে তিনি।

পুলিশের আদালত পরিদর্শক মো. আল-আমিন বলেন, তাবানী কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের জন্য জমি কেনার লক্ষ্যে বর্তমান ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিনের কাছ থেকে ৮৫ লাখ টাকা ধার নিয়েছিলেন আওয়াল। এর বিপরীতে ২০১৫ সালের ৫ জানুয়ারি তিনি ইসলামী ব্যাংকের ৮৫ লাখ টাকার চেক দেন। কিন্তু ব্যাংক চেকটি ডিজঅনার করে। পরে এ ঘটনায় মামলা হয়।

পরিদর্শক আল-আমিন বলেন, মামলায় উভয় পক্ষের ১০ জরের সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছে। এ সময় আওয়াল কাঠগড়ায় ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন আবুল ফজল।