করোনাভাইরাস: নীলফামারীতে কলেজশিক্ষকের মৃত্যু

নীলফামারীতে করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 12:46 PM
Updated : 12 August 2020, 12:46 PM

রংপুরে বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে গোলাম মাওলা সাদিক ওরফে সাবু (৪৮) নামে এই শিক্ষক মারা যান বলে জেলার সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ জানান।

তিনি বলেন, এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ১১ জন মারা গেলেন।

গোলাম মাওলা নীলফামারী জেলা শহরের বেসরকারি মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান আলী সরকারের ছেলে তিনি।  জেলা শহরের জুম্মাপাড়ায় বসবাস করতেন তিনি।

সিভিল সার্জন বলেন, মঙ্গলবার পর্যন্ত জেলায় ৫৫৩৫ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৪২৩টি পরীক্ষার ফল এসেছে। এতে মঙ্গলবার নতুন নয়জনসহ মোট ৭২২ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৭ জন।