গাইবান্ধায় দুই বাসের পাল্লায় প্রাণ গেল দুইজনের

গাইবান্ধায় আগে যাওয়া নিয়ে দুইটি বাসের পাল্লার সময় দুর্ঘটনায় চালকের সহকারীসহ দুই জন প্রাণ হারিয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 06:22 PM
Updated : 11 August 2020, 06:22 PM

মঙ্গলবার বিকালে সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের রাইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবু (২৫) গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের সাহেব উদ্দিনের ছেলে এবং বাস চালকের সহকারী ছিলেন। অপর জন মিন্টু মিয়া (২৯) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং রিকশা-ভ্যান চালক ছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মা-রেজিয়া পরিবহন নামে এক যাত্রীবাহী বাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল।

দুর্ঘটনা স্থল এলাকায় মা-রেজিয়া পরিবহনের বাসটির সামনে অজ্ঞাত একটি বাস ছিল। বৃষ্টির মধ্যে এ দু’টি বাসের চালকের মধ্যে আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়। মা-রেজিয়া পরিবহনের বাসটি অপর বাসটিকে ওভারটেক করার সময় দুই বাসের চিপায় পড়ে চালকের সহকারী আবু ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পুলক কুমার মজুমদার জানান, এ সময় অজ্ঞাত বাসটির ধাক্কায় রিকশাভ্যান চালক মিন্টু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাকে। কিন্তু আসার পথেই তিনি মারা যান।