সাতক্ষীরায় কোভিড-১৯ আক্রান্ত নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু

কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী স্বাস্থ্যকর্মী ও উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 08:14 AM
Updated : 11 August 2020, 08:14 AM

এরা হলেন- বরগুনা জেলার কাউনিয়া উপজেলার পূর্ব কাউনিয়া গ্রামের ইফসুফ আলীর স্ত্রী তালা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মর্জিনা খাতুন (৫৭) এবং কলারোয়া উপজেলার সদরের বদর উদ্দীনের ছেলে রহমত আলী (৫০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন মর্জিনা।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয; পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান।

এদিকে জ্বর ও শ্বাসকষ্টসহ কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত ৬ অগাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন রহমত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও রাতে মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি।”

স্বাস্থ্যবিধি মেনে মৃতদের লাশ দাফনের অনুমতি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান রফিকুল।