গাজীপুরে পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর শহরে ব্যান্ডো ফাশন নামের একটি পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 08:12 AM
Updated : 11 August 2020, 08:12 AM

শহরের সাইনবোর্ড এলাকায় মঙ্গলবার সকালে কারখানাটি স্থানান্তরের নোটিশ দেওয়া হলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন। এ সময় ওই রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, হঠাৎ করে ব্যান্ডো ফাশন লিমিটেড নামের কারখানা অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে সকাল ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

কারখানাটি ঈদের ছুটির পর ১২ অগাস্ট খোলার কথা ছিল। খোলার আগেই কারখানাটি শ্রীপুর উপজেলায় স্থানান্তর করার নোটিশ দেয় কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্তি সুপার জালাল উদ্দিন আহমেদ বলেন, পাওনা পরিশোধ না করে স্থানান্তরের নোটিশ দেওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বুধবার বিকেলে শ্রমিকদের দাবি নিয়ে কলকারখানার কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও শিল্প পুলিশের কর্মকর্তারা আলোচনায় বসবেন বলে আশ্বাস দিলে তারা চলে যান।

পরে বেলা পৌনে ১১টার দিকে যান চলাচল শুরু হয়।

ওই কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বলেন, তারা দাবি জানিয়ে শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর, গাছা থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনে বলা হয়েছে, ৩০ জুলাই ঈদের ছুটি দেওয়া হয়। বুধবার কারাখানা খোলার কথা থাকলেও কর্তৃপক্ষ সোমবার রাত ৯টার দিকে কারখানা স্থানান্তরের নোটিশ দেয়। যেখানে কারখানা স্থানান্তর করা হচ্ছে সেখানে অনেকেই যেতে চায় না। এ অবস্থায় যারা ওই কারখানায় যেতে রাজি হবে না তাদের যাবতীয় পাওনাসহ পাঁচ দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে।