কোভিড-১৯: শেরপুরে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও ৭ জন আক্রান্ত

শেরপুরে এক স্বাস্থ্য পরিদর্শক ও দুই পুলিশ কনস্টেবলসহ নতুন করে আরও সাতজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 06:45 AM
Updated : 11 August 2020, 06:53 AM

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সোমবার রাতে শেরপুর জেলার ৫৩টি নমুনা পরীক্ষায় ওই ৭ জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

আক্রান্তদের মধ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য পরিদর্শক, শেরপুর পুলিশ লাইন্সের দুই পুলিশ কনস্টেবলসহ চারজন এবং নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ১ জন করে রয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান আনওয়ারুর। ।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৬৯ জনের; যার মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ৪ হাজার ৬৯৮ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮ জন, সুস্থ হয়েছেন ৩০৩ জন এবং মারা গেছেন ৪ জন। এছাড়া ময়মনসিংহ পিসিআর ল্যাবে আরও ১৭১টি নমুনা এখনও পরীক্ষার জন্য জমা পড়ে আছে ।