সিলেটে সাংসদ মোকাব্বির খানের গাড়িতে হামলা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে ইটপাটকেল মেরেছে একদল লোক, যাদের আওয়ামী লীগের নেতা-কর্মী বলছেন এই সাংসদ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2020, 12:57 PM
Updated : 10 August 2020, 12:57 PM

সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে এই ঘটনা ঘটেছে। এই সময় সাংসদ মোকাব্বির গাড়িতে থাকলেও তিনি অক্ষত আছেন। 

তবে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা এই হামলায় তার দলের লোকজন জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।  

মুকাব্বির খান অভিযোগ করেন, দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

বিশ্বনাথ উপজেলা কার্যালয়ের সামনে এই হামলা হয়

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন

উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদসহ বেশ কয়েকজন নেতাকর্মী হঠাৎ তার গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে মারেন; এতে গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম হামলায় তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমার উপর অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এমপি সাহেব জনবিচ্ছিন্ন, তাই সাধারণ জনগণ তার গাড়ি ভাংচুর করেছে। শুনে আমরা তাকে নিরাপদে নিয়ে এসেছি।”

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. পংকি খান বলেন, “এমপির গাড়িতে হামলার দুঃখজনক।”

গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।