রংপুরে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

রংপুরে এক মুদির দোকানে চুরিতে জড়িত সন্দেহে ‘খুঁটির সঙ্গে বেঁধে পিটুনিতে’ নৈশপ্রহরী নিহত হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2020, 02:18 PM
Updated : 9 August 2020, 03:40 PM

রোববার ভোররাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ির বাজারে পিটুনিতে নিহতের এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত তসলিম উদ্দিন (৬০) মিঠাপুকুর উপজেলার শিতল গাড়ি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে শঠিবাড়ী বাজারে নৈশপ্রহরীর চাকরি করে আসছেন তিনি।

এ ঘটনায় নিহতের ছেলে ইয়াছিন আলী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

এ মামলার আসামি সাহেব আলীর দুই ছেলে জামিলুর রহমান (২৮) ও আমিনুর রহমানকে (৩৬) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর জেলার পুলিশ সুপার বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তরের জন্য অভিযান অব্যহত রয়েছে।

“এ আসামিদের যাতে শাস্তি হয় সেদিকেও আমরা লক্ষ রাখব; আর যাতে কেউ এ ধরনে কোনো ঘটনা না ঘটাতে পারে।”

মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন জানান, রোববার ভোররাতে শঠিবাড়ির বাজারের ব্যবসায়ী সাহেব আলীর ছেলে জামিলুর রহমানের মুদির দোকান চুরির সন্দেহে রমজান নামের এক ছেলে ধরে তারা। তাকে মারধরের এক পর্যায়ে নৈশপ্রহরী তসলিম জড়িত থাকতে পারে বলে দুইজনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটায়।

ওসি জাকির বলেন, গত ভোর আনুমানিক ৫টা থেকে ৬টায় দুইজনকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর করছে খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনা স্থালে গিয়ে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য পাঠাই। কিন্তু পথেই নৈশপ্রহরী তছলিম মারা যান।

লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।