মাগুরায় মাদক বিক্রেতাদের পেট থেকে ইয়াবা উদ্ধার

মাগুরায় চার মাদক বিক্রেতার পেট থেকে ৮৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2020, 01:01 PM
Updated : 9 August 2020, 01:01 PM

রোববার দুপুরে মাগুরার পারনান্দুয়ালী শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ চার জনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, শান্তিপাড়া এলাকার মুরসালিন বাবু (৩৫) তার স্ত্রী সোনিয়া (২৪) শ্যালক আশিক (২৬) ও শাশুড়ি মমতাজ বেগম (৪৫)।

মাগুরা সদর থানার ওসি তদন্ত সাইদুর রহমান জানান, গ্রেপ্তারদের কাছ থেকে বিশেষ কৌশলে খেয়ে পেটের ভেতর লুকিয়ে রাখা ৮৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।

মুরসালিন বাবু পারনান্দুয়ালি এলাকায় শ্বশুরবাড়িতে থেকে অনেকদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানান ওসি।

“মুরসালিনসহ অন্যরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান মাগুরায় এনে বিক্রি করে আসছিল।”

আটক চার জনের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

মাগুরা সদর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, পাতলা পলিথিন দিয়ে আটকে থাকার কারণে পাকস্থলিতে এ ইয়াবা হজম হয় না। যার কারণে এ দ্রব্যগুলো অক্ষত থেকে যায়। তবে সেটা পাতলা পায়খানা হয়ে মলের সাথে আবার বের হয়ে আসে।