মেঘনায় ভাঙন রোধে ব্যবস্থার দাবি, লক্ষ্মীপুরে মানববন্ধন

মেঘনা নদীতে ড্রেজিং করে এবং রক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকা রক্ষার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করেছে এলাকাবাসী।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2020, 12:06 PM
Updated : 9 August 2020, 12:06 PM

রোববার কমলনগর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভাঙন রোধে কার্যকর প্রদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন নদ-নদী দিয়ে উজান থেকে আসা বিপুল পরিমাণ পলি, বালি, কাঁকর ও জীবাশ্ম মেঘনা নদীর মোহনায় জমে নদীর মূল চ্যানেল ভরাট হয়ে গেছে। নদীর মধ্যভাগে জেগে উঠেছে বহু ডুবোচর। এর ফলে মেঘনা নদীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

নদীর ভাঙনে কমলনগর উপজেলার প্রায় ১৫ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যার মধ্যে বসত বাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বেশকিছু স্থাপনা রয়েছে বলে বক্তাদরে দাবি।  

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, সংগঠনের আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী মিঠু, সাইফ উদ্দিন চৌধুরী, ইব্রাহিম খলিল, সাহাব উদ্দিন, মোস্তাফিজ হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী ও নানা সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন।