বগুড়ায় করোনাভাইরাস আক্রান্ত তিন জনের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাস আক্রান্ত আরো তিনজন হাসপাতালে মারা গেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 03:01 PM
Updated : 8 August 2020, 03:01 PM

শনিবার সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল এবং টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

প্রয়াতরা হলেন, শাজাহানপুর বড়পাথার এলাকার হেফজুল ইসলাম (৫০) এবং শিবগঞ্জের মহাস্থান এলাকার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (৭৫) ও মোস্তাক আহাম্মেদ (৬২)।

সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. খায়রুল বাশার মমিন জানান, ২৪ জুলাই হেফজুল ইসলামের করোনাভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট ও জ্বরের তীব্রতা বেড়ে যাওয়ায় গত শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সকালে হেফজুল মারা যান।

ডা. মমিন বলেন, “হেফজুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত ছিলেন এমনটি পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।”

এ ছাড়াও, করোনাভাইরাস পজিটিভ হিসেবে ভর্তি রোগী মোস্তাক আহাম্মদও মারা গেছেন বলে জানান তিনি।

অপরদিকে, টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, ৪ অগাস্ট দুপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন সাখাওয়াত হোসেন।

নমুনা পরীক্ষার ফলাফলে ৪ অগাস্ট তার পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান বলে জানান তিনি।