ময়মনসিংহে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৭

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় সাতজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 11:53 AM
Updated : 8 August 2020, 03:11 PM

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার মানকোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানিয়েছেন।

নিহতরা হলেন টাঙ্গাইলের নয়াপাড়া গ্রামের নূর ইসলাম (৩৫), তার স্ত্রী তাসলিমা আক্তার (৩২), তাদের মেয়ে লিজা আক্তার (১২), টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি গ্রামের সাইদুল ইসলাম (৫৫), নজর মিয়া (৬০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), একই উপজেলার চেচুয়ার বাসিন্দা অটোরিকশা চালক আলাদুল মিয়া (৩২)।

এরা সবাই অটোরিকশার আরোহী।

পুলিশ কর্মকর্তা আল আমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস বিকাল সোয়া ৪টার দিকে মানকোন এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি জামালপুর থেকে ময়মনসিংহে যাচ্ছিল।

“এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার আরোহী নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।”

নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটিকেও আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।