করোনাভাইরাস: সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গণি (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2020, 01:03 PM
Updated : 7 August 2020, 02:54 PM

রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান বলে তার ছেলে আব্দুর রাজ্জাক রনি জানান।

রনি বলেন, কিছুদিন আগে তারা বাবার জ্বরসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। প্রথমে তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। করোনাভাইরাস পরীক্ষায় তার পজিটিভ আসে। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান।

আবদুল গণি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন জানান, পরিবারের সঙ্গে আলোচানা করে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।