কচুরিপানার ভাগ নিয়ে মাদারীপুরে সংঘর্ষে একজন নিহত

বর্ষার পানিতে ভেসে আসা কচুরিপানার ভাগ নিয়ে মাদারীপুরের শিবচরে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2020, 09:33 AM
Updated : 7 August 2020, 09:33 AM

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকালে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন জন আহত হয়েছে।

নিহত জাহাঙ্গীর মাতুব্বরের (৫৬) ওই এলাকার কাদির মাতুব্বরের ছেলে।

এ ঘটনায় আহত কাদির (৪০), জামাল (৪৫) ও কামাল (৪০),রাজিয়াকে (৩৫) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, পাট পঁচানোর জন্য বর্ষার পানিতে ভেসে আসা কচুরীপানা সংগ্রহ নিয়ে কৃষক জাহাঙ্গীরের সঙ্গ তার চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর নিহত হন।

পরে পুলিশ গিয়ে জাহাঙ্গীরের লাশ উদ্ধার এবং বাচ্চু, আবু সাইদ (৩৫),আ. রহমান (৪০) ও কালাম (৩৫) নামে চারজনকে আটক করে করে বলে জানান এ পুলিশ কমর্কর্তা।

তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।