করোনাভাইরাস: নড়াইলে জ্বর-শ্বাসকষ্টে চিকিৎসকের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নড়াইলের এক চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2020, 08:30 AM
Updated : 7 August 2020, 08:33 AM

বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইয়ানুর রহমান মারা যান।

তিনি নড়াইলের গোবরা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান বাবু বলেন,“ইয়ানুরের গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যাথাসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ ছিল। বৃহস্পতিবার বেলা ১টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

“সেখানে তার শাররিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।”

এদিকে নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১২ জন ও লোহাগড়া উপজেলায় ১২ জন রয়েছেন বলে সিভিল সার্জন ডা. মোঃ আবদুল মোমেন জানান।

তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২৭ জন পুলিশ সদস্য, ২৯ জন সেনা সদস্য ও ১৬জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৩ জনসহ সর্বমোট ৮৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২চিকিৎসকসহ ৫৬৪ জন সুস্থ হয়েছেন এবং ১২ জন মারা গেছেন।

আক্রান্তদের মধ্যে ২৫জন হাসপাতালে ও বাকিদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান মোমেন।