করোনাভাইরাস: পঞ্চগড়ে চিকিৎসকসহ ১৬ জন আক্রান্ত

পঞ্চগড়ে একজন চিকিৎসকসহ আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 11:25 AM
Updated : 6 August 2020, 11:25 AM

তাদের মধ্যে তিনজন নারী ও ১৩ জন পুরুষ বলে জেলার সিভিল সার্জন ফজলুর রহমান জানান।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর হাসপাতালের একজন চিকিৎসক, একজন নার্স, একজন ফার্মাসিস্ট, একজন কম্পাউন্ডার, একজন হিসাবরক্ষক, সিভিল সার্জনের কার্যালয়ের একজন ল্যাব অ্যাটেনড্যান্ট, একজন মালি ও একজন ফটোস্ট্যাট মেশিন অপারেটর। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের দুইজন কর্মচারীও আক্রান্ত হয়েছেন।

তাদের বয়স ২৮ হতে ৬২ বছরের মধ্যে বলে তিনি জানান।

সিভিল সার্জন বলেন, তারা সবাই সুস্থ আছেন। তাদের কারও হালকা জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট আছে। তবে কারও বড় ধরনের শারীরিক জটিলতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। সুস্থ হয়েছেন ২৪২ জন। মারা গেছেন আটজন।