নেত্রকোণায় ট্রলার ডুবি: লাশের সংখ্যা বেড়ে ১৮

নেত্রকোণার মদন উপজেলায় হাওরে নৌকা ডুবির ঘটনায় আরও একজনের লাশ পাওয়া গেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 11:02 AM
Updated : 6 August 2020, 11:02 AM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রাকিবুল নামে এই ব্যক্তির লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে ঊদ্ধার করে।

রাকিবুলের বাড়ি ময়মনসিংহের কোনাপাড়া এলাকা। লাশ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে।

মদন উপজেলার গোবিন্দাশ্রী এলাকায় বুধবার বেলা দেড়টার দিকে ৪৮ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়।

এ সময় ১৭ জনের মৃত্যু হয়। আর নিখোঁজ হন রাকিবুল।

তারা সবাই ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক। সবার বাড়ি ময়মনসিংহের কানাপাড়া গ্রামে। তারা নৌকায় করে হাওরে বেড়াতে বের হয়েছিলেন।

এ ঘটনার পর হাওড়ে বেড়ানো সাময়িক নিষিদ্ধ করেছে সরকার।

ইউএনও বুলবুল বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উচিতপুর নৌঘাটে প্রশাসনের সঙ্গে নৌঘাটের ইজারাদারদের বৈঠক হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাওরে পর্যটন সংশ্লিষ্ট যান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রতি যাত্রী নৌকায় ২০টি লাইফ জ্যাকেট ও পাঁচটি বাতাসভর্তি বড় আকারের টিউব রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কোনো নৌযান যাত্রী নিয়ে হাওরে চলাচল করতে পারবে না।