করোনাভাইরাস: ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 10:04 AM
Updated : 5 August 2020, 10:04 AM

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

৫৮ বছর বয়সী এই ব্যক্তি হরিপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য চিকিৎসক ছিলেন। তার বাড়ি উপজেলার আমগাঁও গ্রামে।

স্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২৬ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য পাঠানো হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে। তার পজিটিভ এসেছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট আটজন মারা গেলেন বলে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার জানিয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত এ জেলায় ৩৫৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৪৪০ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। তাদের ৪২৮ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে ২৫০ জন সুস্থ হয়েছেন।