ময়মনসিংহের ডিসি করোনাভাইরাসে আক্রান্ত

ময়মনসিংহের ডিসি মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 05:19 PM
Updated : 4 August 2020, 05:19 PM

মঙ্গলবার রাত ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের আগে জেলা প্রশাসকের গাড়ির চালক নজরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হন। বিষয়টি জানতে পেরে ডিসি মিজানুর রহমান স্বেচ্ছায় তার বাসাতেই কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন। পরে তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত সোমবার নমুনা পরীক্ষা করতে দেন।

“মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।”

ডিসি চিকিৎসকের পরামর্শ তার বাসাতেই আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি। 

ময়মনসিংহ সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মঙ্গলবার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে, এ রোগে ময়মনসিংহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৬৪ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৩ জন এবং মারা গেছেন ২৮ জন।