দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর রেহানার মৃত্যু

বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর (পিপি) রেহানা খানম বিউটি মারা গেছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 02:08 PM
Updated : 4 August 2020, 02:08 PM

কুড়িগ্রাম জেলার প্রথম নারী আইনজীবী রেহানা সোমবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সিদ্ধান্তের রাত ১টায় জানাজা শেষে কুড়িগ্রাম শহরের ব্যাপারী পারাস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ফাইলেরিয়াসহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।

মৃত্যুর খবর নিশ্চিত করে কুড়িগ্রাম জেলার পিপি আব্রাহাম লিংকন বলেন, ১৯৮৫ সালে আইন পেশায় যুক্ত হন আইনজীবী রেহানা। ১৯৯২ সালে কুড়িগ্রাম জেলায় পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। শুধু কুড়িগ্রাম নয় ‘দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর’ রেহানা খানম।

তিনি বিএনপির অঙ্গসংগঠন কুড়িগ্রাম জেলা মহিলা দলের আহ্বায়ক ছিলেন। আইন পেশার পাশাপাশি কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের এই জ্যেষ্ঠ শিক্ষক বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

৬২ বছর বয়সে মৃত্যুকালে রেহানা তার আইনজীবী স্বামী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।