বগুড়া ও হবিগঞ্জে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

বগুড়া আর হবিগঞ্জে নৌকা ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে; এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 01:40 PM
Updated : 4 August 2020, 01:40 PM

মারা গেছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের শহীদ হোসেনের স্ত্রী চাঁদনী বেগম (২৯), ছেলে সাদ (৭) ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা- হুকড়া গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে দুলন আক্তার (৩৭)।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদনি ছেলেকে নিয়ে ভাগ্নির বাড়ি যাচ্ছিলেন। পথে রক্তদহ বিলের মাঝখানে তলা ফেটে নৌকা ডুবে যায়। অন্য নৌকা এসে মা-ছেলেকে উদ্ধার করে সান্তাহারে একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক  তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান ওসি জালাল উদ্দীন।

হবিগঞ্জে নৌকা ডুবির ঘটনাটি ঘটে বেলা দেড়টার দিকে।

জেলার বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন আহমেদ জানান, ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় করে পাঁচ-ছয়জন যাত্রী যাচ্ছিল। পথে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল গিয়ে দুলন আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু দুই ঘণ্টা পরও তার ছেলে ও ভাইকে উদ্ধার করা যায়নি।

পুলিশ এখনও নৌকা ডুবির কারণ জানতে পারেনি। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে বলে জানান ইনচার্জ মহিউদ্দিন আহমেদ।