কিশোরগঞ্জে হাওরে বেড়াতে আসায় ৩ জনকে দণ্ড

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে হাওরে বেড়াতে আসায় তিনজনকে ১০ দিনের দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 07:48 AM
Updated : 4 August 2020, 07:48 AM

নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না সোমবার বিকালে তাদের এই দণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শামছুল হকের ছেলে মাহবুব (৩০), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৫) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাজিমুদ্দিনের ছেলে আবুল কাশেম (২৮)।

তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি শামসুল বলেন, গত ১১ জুলাই হাওর ভ্রমণে আসা লক্ষ্মীপুর ও নরসিংদীর দুই ব্যক্তি পানিতে ডুবে মারা যান। এরপর হাওরে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। সোমবার নিষেধাজ্ঞা অমান্য করে আসা লোকজনকে হাওরে প্রবেশে বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে অনেকে। সে সময় পুলিশ এই তিনজনকে আটক করে।

ইউএনও সামছুদ্দিন বলেন, চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে প্রশাসনের চাপ বাড়িয়ে দিচ্ছেন পর্যটকরা। তাদের সামলাতে কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় তিন পর্যটককে সাজা দেওয়া হয়েছে।