কোভিড -১৯: কুষ্টিয়ায় পৌর মেয়রসহ আরও ৭৭ জন আক্রান্ত

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়রসহ গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 10:36 AM
Updated : 3 August 2020, 10:36 AM

রোববার ২১২টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায় বলে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান।

এদিকে কুমারখালী উপজেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩৭ জন বলে কুমরখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান।

তিনি বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ২৯ জুলাই সংগৃহীত নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। রোববার রাতে প্রাপ্ত ফলাফলে পৌর মেয়র শামসুজ্জামান অরুণসহ (৬২) ১৬টি নমুনার ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

এদিকে রোববার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সবশেষ জেলায় ছয়টি উপজেলা থেকে সংগৃহীত ১০ হাজার ২০৮টি নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ১ হাজার ৬৭১ জনের করোনাভাইরা সংক্রমণ শনাক্ত হয়েছে; যার মধ্যে ১ হাজার ১৪৫ জন সুস্থ্ হয়েছেন, ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৪৯২ জনকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।