যশোরে ‘দুদলের গোলাগুলিতে’ হত্যা মামলার আসামি নিহত

যশোরের কেশবপুরে ‘দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে’ কথিত গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে হত্যাসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 10:36 AM
Updated : 3 August 2020, 10:36 AM

সোমবার ভোরে উপজেলার দোরমুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে কেশবপুর থানার ওসি জসিম উদ্দীন জানিয়েছেন।

নিহত মনিরুজ্জামান ওরফে মনির (৩০) কেশবপুরের দোরমুটিয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

ওসি জসিম উদ্দীন বলেন, “ভোর রাতে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদ পেয়ে পুলিশ দোরমুটিয়া গ্রামে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

“এ সময় স্থানীয় একটি ইটভাটার কাছে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মরদেহ দুপুরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

কেশবপুর থানার এসআই সুপ্রভাত মন্ডল বলেন, গ্রাম পুলিশের সদস্য মিজানুর রহমান নিহত যুবকের নাম মনিরুজ্জামান ওরফে মনির বলে শনাক্ত করেছেন। মনিরের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।