কু‌মিল্লায় পা‌নি‌তে ডুবে ৩ শিশুর মৃত্যু

কুমিল্লায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 09:42 AM
Updated : 3 August 2020, 09:42 AM

হোমনার ওসি আবুল কায়েস আকন্দ জানান, সোমবার উপজেলার আছাদপুর ইউনিয়নের খো‌দেদাউপু‌র গ্রা‌মে দিঘীতে ডু‌বে ২ শিশু ও বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের ভুরভু‌রিয়া গ্রা‌মে পুকু‌রে ডু‌বে এক শিশুর মৃত্যু হয়। 

মৃতরা হল- খো‌দেদাউপু‌র গ্রা‌মের খন্দকার বাড়ির মো. আমির হোসেনের ছেলে আপতাহি (১৩) ও তার খালাত ভাই সাকিব (১১) ও ভুরভুরিয়া গ্রামের ওমর ফারুকের ছেলে জয়নাল আবেদীন।

আ‌মির হো‌সেন বলেন, “ঢাকা থেকে ঈদের ছুটিতে সাকিব তার মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে পাড়ার ছেলেদের সঙ্গে দিঘীতে গোসল করতে যায় আপতাহি ও সাকিব। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।”

পরে বাড়ির লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান আমির।

ওসি আবুল কায়েস বলেন, ১৭ মাসের জয়নাল জয়নাল ‌পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৭ টার দিকে ‌চি‌কিৎসার্ধীন অবস্থায় তার মৃত্যু হয়।