সিলেটে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

সিলেটে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ১২টি মামলার আসামি এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছে। 

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 07:40 AM
Updated : 3 August 2020, 07:40 AM

সোমবার ভোররাতে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।

নিহত আবুল মুন্না (৩০) উপজেলার গঙ্গারজল ইউনিয়নের খাদিমান গ্রামের ইয়াছিন আলীর ছেলে। গত শনিবার তাকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা হাজতে রাখা হয়েওছিল বলে জানিয়েছে পুলিশ।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, রোববার রাতে মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।

“আত্মরক্ষার্থে পুলিশের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় হাতকড়াসহ মুন্না পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হন।”

হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “নিহত মুন্না একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে ১২ মামলা রয়েছে।“

‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থলে তল্লাশি করে ৮শ’টি ইয়াবা, একটি দেশি পাইপগান ও পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত পুলিশের ছয় সদস্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।