জামালপুরে নৌকা ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু

জামালপুরে বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2020, 03:40 PM
Updated : 2 August 2020, 03:40 PM

রোববার বিকাল পৌনে ৬টায় জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাগবাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘোষেরপাড়া ইউপির চেয়ারম্যান ওবায়দুর রহমান।

নিহতরা হলেন, আবুল কাশেমের ছেলে নুর নবী (২৮), রমজানের ছেলে তাহিম (৬) ও আল আমীনের মেয়ে আছিয়া (৬)। তাদের সবার বাড়ি চর বাগবাড়ি গ্রামে।

মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, নৌকা ডুবে মৃত তিনজন একই পরিবারের। একটি ডিঙি নৌকায় তারা ঘুরতে বের হন। দুর্ঘটনার খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থলে গেছেন।

ইউপির চেয়ারম্যান ওবায়দুর জানান, চর বাগবাড়ি গ্রামের ১০/১২ জন একটি নৌকায় বন্যার পানি দেখতে বের হয়। বাড়ির পাশেই নৌকাটি ডুবে গেলে অন্যরা সাঁতরে তীরে উঠলেও ঘটনাস্থলেই মারা যায় এ তিনজন।

নৌকা ডুবে দুই শিশুসহ তিন জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।