পঞ্চগড়ে করোনাভাইরাস আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে করোনাভাইরাস পরীক্ষায় শনাক্তের পর দিন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2020, 11:51 AM
Updated : 2 August 2020, 11:51 AM

রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সুড়িগছ গ্রামের বাড়িতে ‘১৫ দিন ভুগে’ তিনি মারা যান।

প্রয়াত মমতাজ উদ্দীনকে (৬৫) এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাত জন। এর আগে সদর উপজেলায় এক মুক্তিযোদ্ধাসহ তিন জন, দেবীগঞ্জে দুই জন এবং বোদা উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু সিনহা মো. মুশফিকুর রহমান জানান, মমতাজ উদ্দীন গত ১৫ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, ও পেটের ব্যথায় ভুগছিলেন। তিনি রংপুর মেডিকেল কলেজের গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছিলেন। ওই বিশেষজ্ঞের পরামর্শে ২৭ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।

“গত শনিবার রাতে তার কোভিড-১৯ শনাক্তের খবর আসে। রোববার সকাল ৭টার দিকে তিনি বাড়িতেই মারা যান।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, স্বাস্থ্য বিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

“পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছে। তাদের কারো করোনার উপসর্গ নেই। নমুনা সংগ্রহে সরকারি ফি থাকায় তাদের পরিবারের কেউ এখনো নমুনা দিতে আগ্রহ প্রকাশ করেননি “

পরিবারের সদস্যরা সম্মতি দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি।