মাদারীপুর শহর রক্ষা বাঁধে ভাঙন, এলাকায় আতঙ্ক

আড়িয়াল খাঁ নদে পানি বেড়ে মাদারীপুর শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2020, 04:36 AM
Updated : 2 August 2020, 04:36 AM

শহরের লঞ্চঘাট এলাকায় শনিবার বিকেলে এই ভাঙন শুরুর পর পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু করে।

বোর্ডের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, কয়েক দিন ধরে আড়িয়াল খাঁ নদে পানি কমতে শুরু করেছে। এ কারণে ভাঙন দেখা দিয়েছে। আরও অনেক জায়গায়ই এমন ভাঙন দেখা দিতে হতে পারে।

ভাঙন প্রতিরোধে বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে জানিয়ে তিন বলেন, “ভাঙন এখন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।

“স্রোতের ওপর নির্ভর করে ভাঙনের গতি-প্রকৃতি। তবে আমরা চেষ্টা করছি যাতে শহর রক্ষা বাঁধ ভাঙন থেকে সম্পূর্ণ রক্ষা করা যায়। ইতোমধ্যে রাতে আমরা পাঁচ শতাধিক বালুর বস্তা ফেলেছি।”

এ দিকে এ ঘটনায় শহরে আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙন এলাকায় নদের কাছে ঝুঁকিতে থাকা লোকজন তাদের বসতঘর থেকে প্রয়োজনীয় মালপত্র সরিয়ে নিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রহিমা খাতুন, পৌরমেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান খানসহ প্রশাসনের কর্মকর্তারা।

মেয়র খালিদ বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপদ হতে পারে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে যেতে পারে।