ময়মনসিংহে ২ ‘জেএমবি’ গ্রেপ্তার

ময়মনসিংহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 04:55 PM
Updated : 31 July 2020, 04:55 PM

শুক্রবার বিকালে ময়মনসিংহ নগরীর চড়পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন মুক্তাগাছা উপজেলার মলাজানি গ্রামের মো. মোস্তফার ছেলে আনাম আলী (২৪) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইউসুফ আলী।

র‌্যাব-১৪ এর জ্যেষ্ঠ মহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, নগরীর চড়পাড়া এলাকায় আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনা করছে সংবাদ আসে র‌্যাব কার্যালয়ে। পরে সেখানে অভিযান চালানো হয়।  

তিনি বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শুনতেন এবং শুনে উগ্রবাদে উদ্বুদ্ধ হন; পরে তারা জেএমবি সমর্থক ও সক্রিয় সদস্য হয়ে উঠে নাশকতার প্রতি আকৃষ্ট হন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।  

জিজ্ঞাসাবাদের বরাতে তিনি আরও বলেন, বিভিন্ন সময় এলাকায় জেএমবির নেতৃত্বদানকারী ব্যক্তির সহায়তায় নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন কৌশলে কাজ করত এবং দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল।

দুজনই তালিকাভুক্ত জঙ্গি সদস্য এবং তাদের মুক্তাগাছা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।