গাইবান্ধায় কভার্ডভ্যান-প্রাইভেটকার সংষর্ষে নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 09:19 AM
Updated : 31 July 2020, 09:22 AM

শুক্রবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান।

নিহতরা হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার বানেস্বর গ্রামের মোশারফ হোসেনের ছেলে শাহীদুল ইসলাম (৫০), একই জেলার গঙ্গাচড়া উপজেলার কিশমতপুর গ্রামের মল্লিক আলীর ছেলে সাহেব মিয়া (৩০) ও একই উপজেলার ইসমতপুর গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে কাজল মিয়া (৩০)।

আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, একটি টাইলস বোঝাই কভার্ডভ্যানে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ৬ জন পোশাক শ্রমিক। পথে বিপরীতমূখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষ হলে কাভার্ডভ্যানের ৩ যাত্রী নিহত হন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের ২টি দল হাইওয়ে পুলিশের সাথে উদ্ধার অভিযানে অংশ নেয়।  এ সময় দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যান থেকে মৃত অবস্থায় ৩ জনকে এবং আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়।