ময়মনসিংহে ঈদ জামাতে শারীরিক দূরুত্ব মানার নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ময়মনসিংহে প্রত্যেক মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ইদুল আযহার জামাতে অংশ নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 05:59 AM
Updated : 31 July 2020, 05:59 AM

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, “করোনাভাইপ্রতিরোধে সবাইকে সতর্ক থেকে ঈদের নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁড়ানোর সময় এক কাতার ফাঁকা রেখে শারীরিক দুরুত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

সকলেই এ নির্দেশনা মেনে চলবেন আশা প্রকাশ করেন মিজানুর বলেন, সাধারন মানুষকে সচেতন করার জন্য ঈদের দিন মাঠে প্রশাসনের লোকজন ও কাজ করবে।

এছাড়া সবাইকে মাস্ক পরে ও জায়নামাজ সঙ্গে নিয়ে মসজিদে যাওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন জেলা প্রশাসক।

ময়মনসিংহে ঈদুল আযহার প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদে সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে এবং সাড়ে ৯ টায়, আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭ টা ও ৮ টায় ও বড় মসজিদে সকাল ৮টা ও সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।