নওগাঁয় ভিজিডির ২১ বস্তা চাল উদ্ধার

নওগাঁয় অবৈধভাবে কিনে মজুদ করা সরকারি কর্মসূচি ভিজিডি‘র ২১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 02:42 PM
Updated : 30 July 2020, 02:42 PM

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়গাছা চৌমোহনি বাজার এলাকায় এক বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৩০ কেজি ওজনের ২১ বস্তা চাল উদ্ধার করে আপাতত ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বড়গাছা ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডির চাল বিতরণ চলছিল। এ সময় বড়গাছা গ্রামের জনৈক ধান-চাল ব্যবসায়ী বিতরণকৃত ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ২১ বস্তা চাল কেনেন। এরপর চৌমোহনি বাজার এলাকায় ‘মানসিক ভারসাম্যহীন’ একজনের বাড়িতে কৌশলে সেই চাল রেখে চলে যান তিনি। এভাবে চাল রাখার বিষয়টি ওই বাড়ির একজন স্থানীয়দের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।