গোপালগঞ্জে গৃহবধূকে ‘হত্যা’, স্বামী আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 02:31 PM
Updated : 30 July 2020, 02:31 PM

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার কাশিয়ানীর দক্ষিণ ফুকরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

মৃত গৃহবধূ (২২) দক্ষিণ ফুকরা গ্রামের জুয়েল মোল্যার (২৪) স্ত্রী। তাদের এক ছেলে রয়েছে।

নিহত গৃহবধূর ভাই সাংবাদিকদের বলেন, তিন বছর আগে জুয়েলের সাথে তার বোনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তার বোনের সঙ্গে খারাপ আচরণ করতেন।

“বুধবার রাত আড়াইটার দিকে আমার বোন আত্মহত্যা করেছে বলে জুয়েল ফোন করে জানান। তবে আমার বোনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।”

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই প্রকাশ চন্দ্র বোস জানান, খবর পেয়ে নিহতের শ্বশুরবাড়ি গিয়ে একটি বসতঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীর জুয়েলকে আটক করা হয়েছে।

লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

“শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।