ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি প্রাইভেটকার উড়াল সড়কের মাঝের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 06:00 AM
Updated : 30 July 2020, 06:17 AM

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান।

নিহতরা হলেন- সিঙ্গাপুর প্রবাসী খুলনা জেলার দীঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের  ইমদাদুল (২৫), তার বাবা মো. জিয়ারুল (৫৫) ও দুলাভাই সাজ্জাদ মোল্লা (৩৫)। সাজ্জাদের বাড়ি নড়াইল জেলার সিলনপুর গ্রামে।

আহত শামীম সরদার (২৪) ও আলামিনকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, বুধবার রাতে ইমদাদুল সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। তাকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারে করে খুলনায় ফিরছিলেন সবাই।

পথে ফ্লাইওভারের ওঠার সময় ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “প্রাইভেটকারের সামনের ও পাশের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন; ফলে এ দুর্ঘটনা ঘটে।”