করোনাভাইরাস: চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর-সর্দি নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 03:42 AM
Updated : 30 July 2020, 03:42 AM

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে নবিছদ্দীন মণ্ডল নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

সদর উপজেলার উকতো গ্রামের নবিছদ্দীনকে এ দিন সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

শামীম কবির বলেন, নবিছদ্দিন কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর নছিবউদ্দিন মারা গেলে তার নমুনা সংগ্রহ করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এ চিকিৎসক।