খুলনার সাবেক এমপি শেখ নুরুল হকের জীবনাবসান

খুলনা-৬ আসনের তিন বারের সংসদ সদস্য শেখ মো. নুরুল হক মারা গেছেন, যিনি করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর মুক্তও হয়েছিলেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 03:33 PM
Updated : 29 July 2020, 03:33 PM

বুধবার দুপুর ২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার বড় ছেলে শেখ মনিরুল হক জানান।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য শেখ মো. নুরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মনিরুল হক জানান, গত ৯ জুলাই তার বাবার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১০ জুলাই সন্ধ্যায় তাকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সঙ্কটাপন্ন হলে ১২ জুলাই তাকে ঢাকা নেওয়া হয়।

“ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছিল। তবে শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুর ২টায় সেখানে তিনি মারা যান।”

মনিরুল হক জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে তার বাবার মরদেহ তাদের বাড়ি পাইকগাছা উপজেলায় আনা হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

তিনি তিন ছেলে ও এক মেয়েসহ বহু স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ জানান, শেখ মো. নুরুল হক খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।