কোভিড-১৯: শেরপুর আইনজীবী সমিতির সভাপতি আক্রান্ত

শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসীসহ আরও নয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 11:25 AM
Updated : 29 July 2020, 11:33 AM

শেরপুরের সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ একথা জানান।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মঙ্গলবার রাতে শেরপুর জেলার ৫৬টি নমুনা পরীক্ষায় এই নয় জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়।

বুধবার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, এই আক্রান্ত আইনজীবীসহ নয় জনকে নিয়ে জেলায় মোট ৩০৮ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন মোট ২৭৯ জন এবং মারা গেছেন চারজন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে আরও বলা হয়, জেলায় মোট নমুনা পরীক্ষার সাত শতাংশ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯১ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৪৫৭ জনের। প্রতিবেদন পাওয়া গেছে চার হাজার ৩০৯ জনের। ময়মনসিংহ পিসিআর ল্যাবে এখনও জমা আছে ১৪৮টি নমুনা।