ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত আ.লীগ নেতার মৃত্যু

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 02:47 PM
Updated : 28 July 2020, 02:47 PM

মঙ্গলবার বিকালে ফেনী ডায়াবেটিস হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াত নুর করিম সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তার সম্পাদক শহীদ খোন্দকার জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় নুর করিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

“অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিকালে তার মৃত্যু হয়।”

বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের তার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিভিল সার্জনসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৬ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। মৃতদের মধ্যে ১১ জন সোনাগাজীর, ৮ জন ফেনী সদরের, ৫ জন দাগনভূঞার, ৪ জন ছাগলনাইয়ার ও ৩ জন পরশুরাম উপজেলার বাসিন্দা।