কুষ্টিয়ায় ‘অস্ত্রসহ’ যুবলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া শহর থেকে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যার কাছে অস্ত্র পাওয়া গেছে বলছে র‌্যাব।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2020, 05:26 PM
Updated : 27 July 2020, 05:26 PM

সোমবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

একই সময় এই যুবলীগ নেতার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেডএম সম্রাট (৩১) ও তার সহযোগী দ্বীন ইসলাম রাসেল (২৮)।

সম্রাট কুষ্টিয়া শহরের রেনউইক কমলাপুরের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে এবং রাসেল মজমপুরের গোলাম রসুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল কুষ্টিয়া সদরের বড় আইলচরায় অভিযান চালায়।

“সম্রাটের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, নয় রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।”

সম্রাট দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন করে কুষ্টিয়ার বিভিন্ন টেন্ডারবাজির ঘটনা নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, জেডএম সম্রাট ও সহযোগী রাসেলকে তিনটি বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগজিন ও একটি প্রাইভেট কারসহ পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করে আদালতে তোলা হবে বলে তিনি জানান।

কুষ্টিয়া জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম বলেন, সম্রাট কুষ্টিয়া শহর যুলীগের সাবেক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তবে বর্তমান কমিটিতে কোনো পদে নেই।