বগুড়ায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

বগুড়ায় ছুরিকাঘাতে আহত এক স্বেচ্ছাসেবকলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2020, 09:31 AM
Updated : 27 July 2020, 09:31 AM

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাত ২টার দিকে রোকনুজ্জামান রনি মারা যান বলে তার শারমিন আক্তার রুমা জানান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, রনি (৩৩) জেলা কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

রনির বড় বোন বলেন, গত কয়েকমাস আগে তাদের মালগ্রামের এক যুবকের দুই বন্ধু শহরের বাদুড়তলা থেকে বেড়াতে আসে। ওই সময় পাড়ায় আড্ডা দেওয়া নিয়ে  এই এলাকার নোমান ও রাকিব নামের দুই জনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে এ ঘটনাটি সমঝোতা করার জন্য রনিসহ এলাকার কয়েকজন বৈঠক করেন।সেখানে আলোচনার এক পর্যায়ে সোবাহান  নামের এক ব্যক্তি রনির উপর ক্ষুদ্ধ হয়। এর জেরে গত ১৮ জুলাই রনি ও তার ভাগনেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনার পর রনির বোন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করলে রাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়।বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা ।