বগুড়ায় ‘বালুদস্যুর কবলে’ কৃষিজমি, রক্ষার দাবি

বগুড়ায় ভূমিদস্যুর হাত থেকে করতোয়া নদীর তীরের কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের মানুষ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2020, 06:18 PM
Updated : 26 July 2020, 06:18 PM

রোববার দুপুরে জেলা শহরের সাতমাথায় সদরের শাখারিয়া ইউনিয়নের বারুইপাড়া, নামা পাড়া, জঙ্গলপাড়া, বাউলা পাড়া বনমালী পাড়া ও কৈগাড়ি এলাকার বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে মোকছেদুর রহমান, আবু বক্কর সিদ্দিক, বাপ্পি খান, নুরুল ইসলাম, অমল চন্দ্র মদক, সমর চন্দ্র মদক, ফয়সাল কবির তোতা বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা দাবি করেন, করতোয়া নদীর তীর থেকে বালুদস্যুরা অবৈধভাবে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত বালু উত্তোলন করে। গ্রামের বেশিরভাগ কৃষিজমি নদীর তীরবর্তী হওয়ায় ভাঙনের শিকার হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

ড্রেজার দিয়ে করতোয়া নদী থেকে একটি বেসরকারি সংস্থাসহ ৩০/৩৫ জন বালুদস্যু করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ।

বালু উত্তোলনের ফলে শাখারিয়া ইউনিয়নের বারুইপাড়া, নামা পাড়া, জঙ্গলপাড়া, বাউলা পাড়া বনমালী পাড়া কৈগাড়ি এলাকার কৃষিজমি ও বসতভিটা বিলীন হচ্ছে বলে তাদের ভাষ্য।

ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের একটি শ্বশ্মান বিলীন হয়ে গেছে উল্লেখ করে তারা জানান, নদীসংলগ্ন ইদগাহ, কবরস্থান, রাস্তাঘাট ও সেতু হুমকির মুখে রয়েছে।