নীলফামারীতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2020, 05:25 PM
Updated : 26 July 2020, 05:25 PM

রোববার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন চত্বরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্স অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসমত উল্লাহ খানের নেতৃত্বে ক্যাম্পে চিকিৎসা সেবা দেন শিশু রোগ বিশেজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল আফরোজা আখতার, স্ত্রী রোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মেহেরিন মজিদ ও চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন দিলরুবা ইয়াছমিন।

খোলাহাটি ক্যান্টমেন্টের ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিম রহমান জানান, মেডিকেল ক্যাম্পে জেলা সদরের ২৮৭ জন গর্ভবতী মা, নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র এবং ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের করোনাভাইরাস সংক্রমণ লক্ষণ অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিএমএইচ পাঠানো হয়।

৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধায়নে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে খোলাহাটি ক্যান্টমেন্টের ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি।