বগুড়ায় দুর্গম চরে পুলিশের ত্রাণ বিতরণ

বগুড়ার দুর্গম চরাঞ্চলের বানভাসি দুইশ পরিবারকে ত্রাণ দিয়েছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 06:16 PM
Updated : 25 July 2020, 06:16 PM

শনিবার সারিয়াকান্দির চর মূলবাড়ি, নান্দিনার চর ও শণ পঁচার চরে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহামেদের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, সারিয়াকান্দিতে এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি  চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি তেল, একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি মিষ্টি কুমড়া, একটি গায়ে মাখা সাবান, একটি কাগড় কাচা সাবান এবং পাঁচ পাতা পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

তিনি জানান, নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে দুর্গত মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে এসব ত্রাণ।